প্রতিদিনের প্রতিবিষয়ের একটি আদর্শ পাঠদান পদ্ধতি কম বেশী নিম্নরুপ হবে :
ক) ঠিক সময়ে ক্লাসে যেয়ে শুভেচ্ছা বিনিময় এবং প্রয়োজন হলে শ্রেণিকক্ষ সাজানো।
খ) অল্প সময়ের জন্য পূর্বদিনের পাঠের পর্যালোচনা প্রশ্নোত্তরের মাধ্যমে।
গ) আজকের পাঠের ঘোষণা বোর্ডে লেখার মাধ্যমে।
ঘ) ১৫-২০ মিনিট আজকের আলোচ্য বিষয়ের আলোচনা/ গণিতের অংক বুঝিয়ে বোর্ডে কষে দেয়া।
ঙ) পাঠদান আলোচনা কতটা ফলপ্রসু হলো তা বুঝার জন্য প্রশ্ন উত্তরের পর্ব ৫ মিনিট।
চ) অতঃপর আলোচ্য বিষয়ের উপর প্রশ্নের উত্তর লিখতে / গণিত করতে দেয়া ও ছাত্র-ছাত্রীর পাশে যেয়ে যেয়ে খাতা মূল্যায়ণ করা সময় ১২ থেকে ১৫ মিনিট।
ছ) আলোচ্য বিষয় থেকে বাড়ির কাজ দেয়া।
জ) এসব ধাপ সম্পন্ন করতে পর্যাপ্ত বোর্ড ওয়ার্কের সমন্বয় করা।